প্রকাশিত: Mon, Feb 13, 2023 5:59 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:27 PM

কুড়ি বছর বয়সে ফিরে যেতে পারলে কোথায় সময়গুলো ইনভেস্ট করতাম?

মুশফিক ওয়াদুদ : ফেসবুকে এইচএসসি বা এসএসসি পরীক্ষার রেজাল্টের পোস্টগুলোর হয়তো কিছু খারাপ দিক আছে। রেজাল্ট খারাপ হওয়া ছাত্রছাত্রীদের মন খারাপ হয়। আবার একটা ভালো দিক আছে। সবাই কেই স্মৃতিকাতর করে। শৈশব, কৈশোর এবং তারুণ্যে ফিরিয়ে নিয়ে যায়। চোখের সামনে ফলাফল দেখার সেই দিন মনে করিয়ে দেয়। আমাদের সময় ফলাফল বোর্ডে টাঙ্গানো থাকতো। বাসা থেকে স্কুল কিংবা কলেজ যাওয়ার এই যাত্রাটা কঠিন ছিল। পা চলতো না। এখনও রেজাল্ট বোর্ডে দেয় কিনা জানি না। তো সেদিন ফলাফলের পোস্টগুলো দেখতে দেখতে ভাবছিলাম আবার কুড়ি বছর বয়সে যদি ফিরে যেতে পারতাম তবে কোথায় সময়গুলো ইনভেস্ট করতাম। 

ভাবতে ভাবতে এমন একটা তালিকা করলাম, [১] আরবি ভাষা। কয়েকটা আরব দেশ ভ্রমণের পর মনে হলো আরবি ভাষাটা শেখা উচিত ছিল। তাছাড়া কোরআন শরীফ আসলে বুঝে না পড়তে পারলে ঠিক কাজে আসে না। আমরা যেহেতু কোরআন শরীফ শিখেছি। আরবি ভাষাও সহজেই শিখতে পারতাম। [২] শুদ্ধ এবং শ্রতিমধুরভাবে কোরআন তেলাওয়াত। শুদ্ধ ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলে মনে একধরনের সন্তুষ্টি আসে। 

[৩] শরীর চর্চা। কিছু দিন ধরে জিমে যাচ্ছি। যে ভালো অনুভূতি মনে হলো সময় মতো শরীরচর্চা না করে জীবনে অনেক কিছু মিস করেছি। [৪] কমিউনিকেশন স্যোসালাইজিং, সবসময় খুবই অর্ন্তমুখী ছিলাম। বাসায় বসে বসে উপন্যাস পড়তাম। কিন্তু এ যুগে সাফল্যের জন্য কানেকশন দরকার হয়। [৫] ইংরেজি ভাষার দক্ষতা অর্নের জন্য আরও সময় দিতাম। এটা আসলে যেকোনো মানুষের জন্য গেম চেঞ্জার। [৬] ইফেক্টিভ ফ্লার্টিং। ঘটকরা খুবই ব্যয় বহুল এ যুগে। তাছাড়া সম্পর্কগুলো খুবই দুর্বল। একটি সম্পর্ক মিটে গেলে দ্রুত নতুনভাবে সম্পর্ক তৈরির যোগ্যতা অনেক জরুরি। প্রেমে দক্ষ হলে অনেক সময় এবং অর্থ বেঁচে যায়। সুযোগ থাকলে ইফেক্টিভ ফ্লার্টিং বিষয়ে একটা স্কুল খুলবো। [৭] কোডিং অথবা কম্পিউটারের কোনো স্কিল। বিশ বছর বয়স থেকে কম্পিউটারের কোনো একটি সেক্টরে দক্ষ হতে পারলে জীবনে অনেক কিছু ভিন্ন হতে পারতো। লেখক ও গবেষক